স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে ষাটোর্ধ নারীর আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৬ এপ্রিল রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাজুদা বেগম মরিয়ম বয়স আনুমানিক ৬০ বছর।
স্থানীয় সূত্রে জানাযায়, ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকার জয়শ্রী বাড়ির মৃত কালু পাটওয়ারী গত প্রায় দুই বছর পূর্বে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেন। কালু পাটওয়ারীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় সাজুদা বেগম মরিয়মকে বিবাহ করেন। কালু পাটওয়ারীর মৃত্যুর পর সাজুদা বেগম মরিয়ম নিঃসন্তান হওয়ায় কালু পাটওয়ারীর পূর্বের সংসারের ছেলেদের সাথে একই বাড়িতে থাকতো। সাজুদা বেগম মরিয়ম গত কয়েকদিন পূর্বে একই বাড়ির রুহুল আমিন শিপনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। পরকীয়া সম্পর্ক অনৈতিক সম্পর্কে রূপ নেয়। স্থানীরা তাদের অনৈতিক কাজ অবস্থায় আটক করে। পরে মৃত কালু পাটওয়ারীর ছেলে আক্তার হোসেনসহ পরিবারের সদস্যরা সাজুদা বেগম মরিয়মকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে সাজুদা বেগম মরিয়ম পরকীয়া প্রেমিক রুহুল আমিন শিপনকে বিয়ের জন্য পিড়া দেয়। অতঃপর বুধবার রাতে সাজুদা বেগম মরিয়ম রুহুল আমিন শিপনের ঘরের পাশে আম গাছের গলায় ফাঁস আত্মহত্যা করে। এদিকে সাজুদা বেগম মরিয়মের আত্মহত্যার পর থেকে রুহুল আমিন শিপন স্বপরিবারের ঘা ডাকা দিয়েছে।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাজুদা বেগম মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, আমরা ঘটনাস্থল থেকে সাজুদা বেগম মরিয়ম নামক এক ষাটোর্ধ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের মর্গে প্রেরন করেছি। প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যা নাকি আত্মা বিস্তারিত জানাযাবে।
Leave a Reply