ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত।
আজ, ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন। আদালতের আদেশ অনুসারে, নৌকা প্রতীকে বিজয়ী সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী জানান, প্রজ্ঞাপন জারি হলে ইশরাক শপথ নিতে পারবেন। তবে শপথ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে তাপস দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন এবং শপথগ্রহণের পর দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।
ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ ডিএসসিসি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
এছাড়া, নির্বাচনী আইনের অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কোনো পক্ষ আপত্তি জানালে তা নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকে। ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল মামলাটি নিষ্পত্তি করবে। যদি কোনো পক্ষ রায়ে খুশি না থাকে, তবে তারা ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন।
Leave a Reply