ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারন গ্রামে বোরো ধান ২০২৩-২৪ মৌসুমের ব্রি ধান ১০৪ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ওই গ্রামের আদর্শ চাষী হারুন মাতুব্বরের সভাপতিত্বে পার্টনার প্রকল্প ব্রি-অঙ্গ এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এ মাঠ দিবস পালিত হয়।
ব্রি আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা ফরিদপুরের বাস্তবায়নে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট ভাঙ্গা ফরিদপুর অঞ্চলের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইফতেখার মাহমুদ আকন্দ, সিনিয়র আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা এ,বি,এম মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মাঠ দিবসের কৃষক কৃষানী,গন্যমান্য ব্যাক্তি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে ধানের বৈশিষ্ট্য,গুনাগুন ও চাষাবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্রি- আঞ্চলিক কার্যালয় ভাঙ্গার বৈজ্ঞানিক কর্মকর্তা রৌমিকা জাহান প্রমী।
ব্রি ধান১০৪ এ জাতের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ আকন্দ বলেন, ব্রি ধান১০৪ এর জীবনকাল ১৪৭ দিন এবং গড় ফলন হেক্টর প্রতি ৭.৩ টন। এটি আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। ডিগপাতা খাড়া,প্রশস্ত ও লস্বা এবং পাতার রং সবুজ।এর পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ৯২ সে. মি এবং ১ হাজারটি পুষ্ট ধানের ওজন ২১.৫ গ্রাম,ধানের দানার রং খড়ের মত।আর এ জাতের চাল লম্বা চিকন,বাসমতী টাইপের এবং সুগন্ধি যুক্ত। চালে অ্যামাইলোজ এর পরিমাণ ২৯.২%, ভাত ঝরঝরে,চালে প্রোটিন এর পরিমাণ ৮.৯%। দেশের যে সকল অঞ্চলে বোরো মৌসুমে এ জাতের ধান চাষাবাদ করা হয় সেসব অঞ্চলে জাতটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।
Leave a Reply