স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শহরের পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট মোবারক মার্কেটের সম্মুখে চাঁদপুর জেলা পরিষদ ও সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
২৬ এপ্রিল দিনব্যাপী পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে সুবিধার্থে এ সকল অবৈধ স্থাপনা করা হয়। যদিও ইতোমধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। অবৈধ উচ্ছেদ বিষয়ে জেলা পরিষদের কতৃপক্ষ জানান, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সারানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বাবুরহাট বাজারের ভিতরে পূর্বে উচ্ছেদকৃত জায়গায় পুনরায় যারা টিনের স্থাপনা দিয়ে দোকানপাট নির্মাণ করেছে সেগুলো উচ্ছেদ করা হবে। সরকারি জায়গায় কোন অবস্থাতেই অবৈধ দোকানপাট রাখা হবে না। পর্যায়ক্রমে চাঁদপুরে সড়কের পাশে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান চালানো হবে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:মনোয়ার হোসেন জানান, চাঁদপুর জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । ইতিমধ্যে বাবুরহাটে জেলা পরিষদের আওতায় ৩০/৩৫টি জায়গার লীজ বাতিল করা হয়েছে ।
তাই গতকাল সড়কের রাস্তা প্রসস্ত করণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জেলা পরিষদ ও সওজের শতাধিক স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে । । এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি ।
Leave a Reply