স্টাফ রিপোর্টার : চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৮কেজি গাঁজা সহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৫ এপ্রিল চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ) আমেনা বেগম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন হরিণা ফেরি ঘাট দিদার বাস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর মাদকসহ শরীয়তপুর গামী ফেরিতে উঠ পিকআপ ভ্যান যাহার রোজিষ্টেশন নং-১২-৪৩২৫, মডেল এসিআই মোটর লিমিটেড, রং-ব্লু, চেচিস নং-এলভিএভি২জেভিবি৫পিই২৩২৪৬৭, ইঞ্জিন নং-কিউ২৩০৭৯১৯৩৬ডি, ওয়েট-১৪৭০কেজি সহ আটক করেন।
এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ১লক্ষ ৬০হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ হেলাল (২২), পিতা-বেল্লাল মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম , সাং-নয়নপুর, ১০নং বায়েক ইউপি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ২। মাসুদ রানা (২৬) পিতা-মৃত আঃ আউয়াল, মাতা- চায়না বেগম, সাং-পিপড়াগাছি বাগ আঁচড়া, পোঃ-সামটা, থানা-শার্শা, জেলা- যশোর এপি সাং- কৈয়ারপুল, থানা- হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।
আসামীদের বিরুদ্ধে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১৯(খ)৪১ ধারার অপরাধে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply