এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:
বাজার থেকে কেনা মৌসুমী ফল তরমুজ, আর এই তরমুজটি পরিবারের অনেকেই খেয়েছেন। কারো কিছু না হলেও একই তরমুজ খেয়ে আহাদ শেখ নামে ২ বছর ৩ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১ টার দিকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ ওই গ্রামের মো. জসিম উদ্দিন শেখ ও মায়া বেগম দম্পতির ছেলে।
খবর পেয়ে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গেলে শিশুটির চাচা মো. টেলু ও চাচী জেসমিন বেগম বলেন, আমাদের পাশের এলাকা রূপসা বাজার থেকে তরমুজ কেনা হয়েছে। সেই তরমুজ আমরা পরিবারের ৪ জন খেয়েছি। রাতে আমার ভাতিজা আহাদ শেখও তরমুজ খেয়েছে। খাওয়ার পর প্রায় আধা ঘন্টা পর সে খেলাধুলাও করেছে। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা জসিম শেখ বলেন, আমার ভাইয়ের কেনা ওই তরমুজটি আমিও খেয়েছি, কী থেকে কী হয়ে গেলো, আমাদের কারো কিছু হইনি। তরমুজ খাওয়ার পর কিন্তু আমার ছেলেটা মারা গেলো।
শিশুর মা মায়া বেগম বলেন, তরমুজটি আমি খাইনি। আমার ছেলে তরমুজ খেয়ে মারা গেলো---এই বলে তিনি সন্তানের শোকে হাউমাউ করে কেঁদে উঠেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, মঙ্গলবার রাতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা পুলিশকে অবগত করি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়নি
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল