নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে, আর এই ধোঁয়াশা দুর করতে ডিসেম্বরের আগেই পরিষ্কার রোডম্যাপ চায় বিএনপি। এনিয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার কাছে সময়ও চেয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চান তারা। একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতা বাতিলে বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান তিনি।
একাত্তর
রাজনীতি
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ জানতে চাইবে বিএনপি
শফিকুল হক, একাত্তর
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএমআপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
ছবি: একাত্তর
ছবি: একাত্তর
নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে, আর এই ধোঁয়াশা দুর করতে ডিসেম্বরের আগেই পরিষ্কার রোডম্যাপ চায় বিএনপি। এনিয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার কাছে সময়ও চেয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চান তারা। একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতা বাতিলে বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান তিনি।
বুধবার(৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে সংবিধানে ব্যাপক পরিবর্তন এনেছে জানিয়ে বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রে যেন ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে তা নিয়ে বিভিন্ন জায়গায় ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে।
এছাড়া জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষেও বিএনপি একমত নয় বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে তা জনগণের দাবি। এটাকে স্বাগত জানানো হয়েছে।
Leave a Reply