ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপি’র উদ্যোগে মাদারীপুরের কালকিনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩মার্চ) বিকেলে উপজেলার সার্কিট হাউস চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকার কালকিনি পৌরসভা, সাহেবরামপুর, কয়ারিয়া, চর দৌলতখান, শিকারমঙ্গল ও রমজানপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় ৪ হাজার নেতা-কর্মী অংশ গ্রহণ করেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের যে সময় মানুষকে ভালো রাখার সময়। সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ এই ১৭ বছর ফ্যাসিস্টদের নির্যাতনে নির্যাতিত হয়ে কর্মীসহ সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। সেদিন ফ্যাসিস্টদের পতন হয়েছিল। ১৭ বছর এই ফ্যাসিস্টদের নির্যাতনে আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছিল গুম হয়েছিল। আমরা সে সকল ভাইদের স্মরণ করে তাদের কষ্টকে ধারন করে অন্ততপক্ষে আমরা যেন বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি।আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হলে , আর যদি জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারে । তাহলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। এছাড়াও তিনি , বর্তমান সরকারের কাছে অতি দ্রুত একটি অবাদ ও সুষ্ঠ নির্বাচন আয়োজনের আহবান জানান।
Leave a Reply