1. admin@nagorikexpress.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাগরিক এক্সপ্রেস এর আইডি কার্ড এর মেয়াদ সম্পূর্ণ কোন সাংবাদিক নেই . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.
শিরোনাম :
ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে পৃথক স্থানে  সংঘর্ষঃআহত -৩০, বাড়ি-ঘর ভাংচুর সানন্দবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু এনসিপি নেতারা কে কোন আসন থেকে লড়তে পারেন পুলিশের কাজই যেন বাঁশি বাজানো, তাদের কাজ ‘না শোনা’ ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশের চার বিভাগ নাটোরে পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হাসপাতালে যাওয়ার উদ্দেশে বের হয়ে আর ফেরা হলো না মা-ছেলের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল ভাঙ্গায় মিথ্যা  মামলায় হয়রানির অভিযোগঃ প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  আলহাজ্ব আলী আরশাদ মাস্টার এর সৌজন্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন…

বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ৯ মার্চ ২০২৫: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করেছে। অপোভক্তদের জন্য আনন্দের খবর হচ্ছে- ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন- ‘অলরাউন্ডার’ মেহেদী হাসান মিরাজ। ‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফলতা দেখিয়েছে। এই স্মার্টফোনে আছে- ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিংস- যা কি না পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এছাড়া ডিভাইসটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেমন দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এটি যেকোনো প্রতিকূল পরিবেশ, যেমন- পানি, উচ্চ-চাপ এবং ধুলাবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়।

ফ্ল্যাগশিপ-লেভেল ওয়াটারপ্রুফিং এবং মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স
স্মার্টফোনের টেকসইতা বা স্থায়িত্বে ‘অপো এ৫ প্রো’ নতুন মানদণ্ড দাঁড় করিয়েছে। এই মোবাইলে আছে, ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ এর তিন লেয়ারের নিরাপত্তা, যা কি না- ডিভাইসে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া এবং ‘হাই প্রেশার স্প্রে’ এর মতো প্রতিকূল পরিস্থিতিতে ফোনকে নিরাপত্তা দেয়। ‘অপো এ৫ প্রো’ এর ওয়াটারপ্রুফিং সিস্টেমে আছে সিলিকন রিংস এবং অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। এটি সাইড অপেনিং রুদ্ধ করে এবং এয়ার টাইট ব্যারিয়ার তৈরি করে। এছাড়া- স্মার্টফোনের ডুয়েল-লেয়ার সিলিং সিস্টেম মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সুরক্ষা দেয়; পাশাপাশি মাইক্রোপোরাস ‘পেট সল্যুশন’ পানি থেকে মাইক্রোফোনকে নিরাপদ রাখে।

‘অপো এ৫ প্রো’তে আরো রয়েছে- মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স। এটি ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে সফল হয়েছে অর্থ্যাৎ বৈরি পরিবেশেও স্মার্টফোনটি খাপ-খাইয়ে নিতে পারে। অধিকন্তু এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা কি না ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন দিয়ে থাকে। এছাড়া- অ্যালুমিনিয়াম অ্যলোয় ফ্রেম নিশ্চিত করে অধিকতর স্থায়িত্ব। স্মার্টফোনের বাইনিক কুশনিং ক্যামেরা, মোটর এবং ব্যাটারি সহ অন্যান্য উপকরণের সুরক্ষা দেয়। সব মিলিয়ে ‘অপো এ৫ প্রো’ এই ঘরনার মোবাইলগুলোর মধ্যে সবচেয়ে টেকসই স্মার্টফোন তা নিঃসন্দেহে বলা-ই যায়।

এআই প্রযুক্তি সম্বলিত ফটোগ্রাফি এবং অধিকতর উন্নত প্রযুক্তির ক্যামেরা সিস্টেম
‘অপো এ৫ প্রো’ টেকসই ডিজাইনের পাশাপাশি ফটোগ্রাফির জন্য একটি আদর্শ ডিভাইস। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার সমূহ। যা কি না যা ছবির গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখে। ডিভাইসের ‘এআই ইরেজার ২.০’ ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলে; ‘এআই রিফ্লেকশন রিমুভার’ প্রতিফলন দূর করে এবং ‘এআই আনব্লার’ ফিচার অস্পষ্ট ছবিকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। পাশাপাশি ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ছবির স্বচ্ছতা বাড়িয়ে দেয় এবং ‘এআই স্টুডিও’ ছবিকে সৃজনশীল করতে ব্যবহারকারীদের সাহায্য করে। এছাড়া- ‘এআই স্মার্ট ইমেজ মেটিং ২.০’ অ্যালবামের ডিজিটাল কনটেন্টগুলো সিঙ্গেল ট্যাপে শেয়ার ও কাস্টমাইজ করার সুযোগ দেয়।

‘অপো এ৫ প্রো’-তে আরো রয়েছে, ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ সবগুলো ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করে। এছাড়া- ডিভাইসটিতে ইন-বিল্ট ইমেজ অ্যালগরিদম ও পোর্ট্রেট মোড রয়েছে; এবং ‘এআই পোট্রেট’ ডিটেইলড ও ব্যালেন্সড ছবি উপহার দেয়। ‘অপো এ৫ প্রো’ আন্ডারওয়াটার ফটোগাফিও সাপোর্ট করে- ফলে ফটোগ্রাফিপ্রেমীরা যা পানির নিচে প্রাণবন্ত ও স্পষ্ট ছবি তুলতে পারবেন।

ঘরের বাইরে স্মার্টফোনটির ব্যবহার- ‘আউটডোর মোড’
‘অপো এ৫ প্রো’ ঘরের বাইরে পেশাজীবীদের কথা ভেবে বিশেষভাবে ডিজাইন করা। এই ডিভাইসের ‘আউটডোর মোড’ দ্রুত নেটওয়ার্ক এক্সেসের জন্য নেটওয়ার্ক সেটিংস অপটিমাইজ করে এবং জরুরি কাজের অ্যাপগুলোর জন্য বাড়তি জায়গা বরাদ্দ করে এবং স্ক্রিন টাইমআউট বৃদ্ধি করে। এছাড়া স্মার্টফোনটির ইন্টারফেস ওয়াটারপ্রুফ গ্লাভস সহ বিভিন্ন গ্লাবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে প্রতিকূল পরিবেশে নির্বিঘ্নে মোবাইলটি ব্যবহার করা যায়।

দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা
এই স্মার্টফোন রয়েছে- ৪৫ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ফলে মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়। আগের মডেলের তুলনায় ১০% বেশি ব্যাটারি সক্ষমতা থাকায় এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক নিশ্চিত করে। এছাড়া ডিভাইসটির মাধ্যমে একবার চার্জেই নির্বিঘ্নে ৭.৩ ঘণ্টা পর্যন্ত একটানা ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেমিং উপভোগ করা যায়। পাশাপাশি ‘চার বছরের বেশি টেকসই ব্যাটারি’ ফিচার সময়ের পরিক্রমায়ও ৮০% এর বেশি অরিজিনাল ব্যাটারি সক্ষমতা থাকার বিষয়টি নিশ্চিত করে।

‘অপো এ৫ প্রো’-তে আরো রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতা। অপোর র‌্যাম এক্সপ্যানশন ফিচারের সমন্বয়ে এই শক্তিশালী সেটআপ র‌্যামের দ্বিগুণ পারফরম্যান্স ও নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এছাড়া- অপোর ট্রিনিটি ইঞ্জিন ব্যবহার করা ‘কালারওএস ১৫ লাইট’ সিস্টেমের স্ট্যাবেলিটি বা দৃঢ়তায় ভূমিকা রাখে। এই ডিভাইসটি অপোর ‘৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন সার্টিফিকেশন’ পেয়েছে, যা কি না ৪ বছর পরেও ডিভাইসের স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। ডিসপ্লের ক্ষেত্রে ১,০০০-নিটের আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে সরাসরি সূর্যের আলোতেও পরিস্কার ভিজ্যুয়াল পেতে সাহায্য করে এবং ডুয়েল স্টেরিও স্পিকার এবং আল্ট্রা ভলিউম মোড তিন শ শতাংশের বেশি প্রাণবন্ত অডিও-ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স নিশ্চিত করে।

প্রি-অর্ডার অফার এবং মূল্য
‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩,৯৯০ টাকা। যেসব ক্রেতারা প্রি-অর্ডার করবেন তারা একটি পোর্টেবল মিনি স্পিকার এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড পাবেন, যেটি কি না ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের লিকুয়িড এবং দুর্ঘটনাজনিত ক্ষতি বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করবে।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। আমি মনে করি- ডিভাইসটি উন্নত প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড দাঁড় করাতে সক্ষম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর
Theme Customized By Shakil IT Park