এইচ মনছুর আলম
শনিবার (২২ই ফেব্রুয়ারি ) হ্নীলা মৌলভীবাজার আল-জমইয়্যাতু হুফ্ফাজুল কুরআনুল কারিম সংগঠনের উদ্যোগে টেকনাফ উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত মাহফিল অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান ও সমপন্ন করেন।
আল-জমইয়্যাতু হুফ্ফাজুল কুরআনুল কারিম সংগঠনের সভাপতি হাফেজ ইব্রাহিমের সভাপতিত্বে ও হাফেজ মনছুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্য রাখছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবছার উদ্দিন কাশেমী সাবেক মুহতামিম দারুসুন্নাহ মাদ্রাসা, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুম,টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফএ সোহেল চৌধুরী,হ্নীলা জামায়াতের আমির গিয়াস উদ্দিন,সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ,হ্নীলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম হায়দর,হ্নীলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামশুদ্দিন বাদল, হ্নীলা ১ও ২নং ওয়ার্ডের মেম্বার বশির আহাম্মদ,বেলাল উদ্দিন, মৌলভীবাজার আইডিয়াল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এডঃ রশিদুল আলম চৌধুরী,উন্নয়নকর্মী রফিকুল ইসলাম হ্নীলা জামায়াতের ০২নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন সেক্রেটারি ওয়ার্ড সেক্রেটারি শাহ আলম ,রফিকুল ইসলাম হৃদয় সহ আরো অনেকেই।
এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনটির উপদেষ্টা সচিব,হাফেজ মুজিবুল্লাহ ও হাফেজ শফিক আহমদ।
সভাপতি হা:ইব্রাহীম,সাধারণ সম্পাদক মনছুর আলম, সহ সভাপতি হা.কাইসার উদ্দিন হাফেজ ইসমাইল হফেজ নুরুল আলম , অর্থ সম্পাদক নুরুল মোস্তফা সহ আয়োজক কমিটির সকল হাফেজ সদস্য।
প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, পবিত্র আল- কোরআন আল্লাহ প্রদত্ত মহান জীবন বিধান , যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত ও ইহকাল এবং পরকালের মুক্তির পাথেয়। যারা কোরআনকে বুকে ধারণ করেন সে হাফেজ দের হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং নিজেকে ধন্য বলে মনে করছি । আমাদের হাফেজেরা যতদিন বেঁচে থাকবে তা কখনো পৃথিবী থেকে মুছে যাবে না । আল্লাহ যাতে তাদের হেদায়েত করেন সে কামনা করেছেন।
মমতাজ উদ্দিন কাদেরি সভাপতির বক্তব্যে বলেন, যাহারা আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সকলকে জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ । পাশাপাশি এই সংগঠন যদি ভবিষ্যতে জেলা জুড়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা চালিয়ে যায় তাহার সমস্ত ব্যায় ভারের জন্য সবার সাথে আমি নিজে চেষ্টা করব। সবার কাছে তাহার জন্য কোরআনে হাফেজদের কাছে দোয়ার আর্জি করে তাহার বক্তব্য শেষ করেন।
এর আগে সকালে হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন ও বাহারছড়ার ৩৬টি মাদ্রাসার প্রায় শতাধিক হাফেজদের অংশ গ্রহনে কোরআন তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।এবং আসরের পর থেকে চট্টগ্রামের বিখ্যাত কারিরগণদের মধ্য দিয়ে এশা পযর্ন্ত কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন, কক্সবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলায়মান কাসেমি ও হাফেজ মাওলানা ক্বারি নুরুল আবছার,কারি ফয়েজুল্লাহ। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন
হাফেজ মাওঃ ক্বারি সাদেক সহ আরো অনেক।
Leave a Reply