নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন। টঙ্গীর তুরাগপাড়ে জমায়েত হয়েছে লাখো মুসল্লি, চলছে ঈমান-আকিদার বয়ান। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন।
সকাল ১০টা থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল চলছে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।
এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপের ইজতেমায়, গতকাল থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।
ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। এ ছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
এ ছাড়া ইজতেমার নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পুরো ময়দান ৫টি সেক্টরে ভাগ করে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য।
উল্লেখ্য, দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি।
Leave a Reply