মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভর গানের মিউজিক ভিডিও এর শুটিং করা হয়েছে।
আমার বুকের পাজর শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভ গানটি লিখেছেন জালাল মোল্লা সুর করেছেন এইচ এম রিপন ও মিউজিক করেছেন শিলু আহমেদ।
১৫ ডিসেম্বর রবিবার মাদারীপুর সদর উপজেলা বিভিন্ন লোকেশনে গানের মিউজিক ভিডিও এর দৃশ্য ধারন করা হয়।
গানে মডেল হিসাবে দেখা যাবে সাংবাদিক ও পরিচালক ইসমাইল খান হৃদয় কে সেই সাথে আরো দেখা জাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া মির্জা ও অভিনেতা জুবায়ের অনিকে গানটি ভিডিও নির্মাণ করেন ইসমাইল খান রিদয়। এর আগে ইসমাইল খান হৃদয় অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো, কুতুব মামু ছোট লোক,ফরেন জামাই, রকি মাস্তান,গায়ক জামাই, এ নাইট ইন এ পার্ক, বাটপার বন্ধু সহ অসংখ্য নাটক।
এ সময় ইসমাইল খান হৃদয় বলেন, প্রায় ২ বছর পর শুটিংয়ে ফিরলাম। আমার বুকের পাজর শিরোনামে গানটি অসাধারণ গেয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভ ভাই গানটি স্যাড রোমান্টিক মিলিয়ে। সেই ভাবেই মিউজিক ভিডিওর গল্পটি বানিয়েছি, গানের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। গানটির ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে । জালা মিউজিক ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই মিউজিক ভিডিও টি আপলোড করা হবে।
Leave a Reply