ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় পানাডুবি গ্রামে পূর্ব শত্রুতা ও জমাজমির দ্বন্দে হামলা এবং প্রতিপক্ষের দেওয়া আগুনে বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থতা জানান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দু,টি অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে,ওই গ্রামের আইয়ুব আলী শেখের সাথে প্রতিপক্ষ বাহা উদ্দিন,বাদল শেখ,বিপুল মাতুব্বর গংদের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব সংঘাত ও শত্রুতা চলে আসছিল। গত মঙ্গলবার ওই জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়।ভুক্তভোগী আইয়ুব আলী শেখ অভিযোগ করে জানান,ওইদিন বাদল শেখ,বাহাউদ্দীন,এলেম খান,বিপুল মাতুব্বর সহ ২০/২৫ জন সংঘবদ্ধ হয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করতে আসে।এ সময় আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। হামলায় ৫/৭ জন আহত হয়।পরে আমাদের বাড়িছাড়া করতে বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষরা আমাদের ঘরে আগুন দেয়।আগুনে ঘরে রক্ষিত নগদ টাকা, আসবাবপত্র,সঞ্চিত সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,বসত ঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।রাত গভীর হওয়ায় ঘরের মালামাল পুড়ে অঙ্গার হয়ে গেছে। ড্রামে রাখা চাল,ডাল,মূল্যবান মালামালের ভগ্নাংশের পোড়া অংশ থেকে তখনও ধোঁয়া বেরুচ্ছে। এ সময় গৃহবধূ নিপা বেগম বলেন, রাতে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে শিশু বাচ্চা সহ পরনের কাপড় নিয়ে কোনরকমে জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছি।এখন আমরা প্রচন্ড শীতের মধ্যে অন্যের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছি।আমরা এর বিচার দাবী করছি।এদিকে ঘটনার পর আইয়ুব আলী শেখ ও নীপা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় হামলা ও বাড়ীঘরে অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপাওে ভাঙ্গা থানর অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,জমিজমা নিয়ে সংঘর্ষ এবং ভাংচুর সহ বাড়িঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পৃথক অভিযোগদায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তাং০২.০১.২৫
Leave a Reply