মোঃ মাসুম পারভেজ, বিশেষ প্রতিনিধিঃ
বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার সকাল ১১টায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের 'ফিস কক্ষে' এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এছাড়াও রংপুর আর্মি ক্যাম্পের সিওসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে করণীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা বড়দিন উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সভার শেষে শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, "আপনাদের সহযোগিতার মাধ্যমে বড়দিনের উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে—এটাই আমাদের প্রত্যাশা।"
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাপ্টিস্ট চার্চের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় বড়দিনের পরিবেশ নিরাপদ ও আনন্দময় হবে বলে আশা ব্যক্ত করেন সভার অন্যান্য বক্তারাও।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল