ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাজী আঃ করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তবে গরীব – দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগঠনটি কাজ করছে। তিনি আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন নামক চ্যারিটি সংগঠন আয়োজিত সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ দাতব্য প্রতিষ্ঠানের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, রফিকুল ইসলামের মত বিত্তবানরা যদি সমাজে এগিয়ে আসে তবে স্বপ্ন পুরন হতে আর বেশি দেরি লাগবেনা। সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও জহুরুল হক কল্লোলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, উপজেলা পাট কর্মকর্তা এহসানুল হক রাফি, সাবেক ইউপ মোঃ আলমগীর হোসেন,গিয়াস উদ্দিন আহমেদ,স্থানীয় আঃ বারি মুন্সী,আলীমুজ্জমান মধু,মিজানুর রহমান হাওলাদার, আবুল হাসেম হাওলাদার ঠান্ডু সহ গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ৪৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রসঙ্গতঃ মানুষের ভাগ্যের পরিবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানটির ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে পরিবারের আট ছেলে-মেয়েরা সম্পূর্নরুপে নিজস্ব অর্থায়নে প্রান্তিক মানুষের সত্যিকারের ভাগ্য পরির্তনের জন্য ইতোমধ্যে পাঁচটি প্রকল্প হাতে নিয়ে কার্যক্রম শুরু করে। তারা এ সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কল্যানমুলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাং০৫.১১.২৪
Leave a Reply