মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় খালের মধ্যে রানা ফরাজি(৩০) নামে ভাসমান অবস্থায় পাওয়া গেল এক যুবকের মরদেহ। সে ভাঙ্গা উপজেলার নাকপাড়া সদরদী গ্রামের সিরাজুল ফরাজীর পুত্র। রবিবার সকালে বাড়ির পাশে খালে মাছ ধরা জাল তুলতে গেলে সে পানিতে ডুবে যায়।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে খালে মাছ ধরার জন্য জাল পেতে রাখে। রবিবার সকালে পুতে রাখা জাল তুলতে গেলে রানা ফরাজী পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার স্বজনেরা জানান, রানা ফরাজীর মৃগী রোগ ছিল। এই জন্য সে পানিতে ডুবে গেছে।
তাং ০৩/১১/২৪
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল