মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ”দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব শোভাযাত্রা,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। যুব উন্নয়ন প্রশিক্ষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, বিশেষ অতিথি ছিলেন সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক আহমেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ আশরাফ শেখ রিফাত বিন আতিক,মোঃ রিপন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।এসময় যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া স্বাগত বক্তব্যে দিবসটি উপলক্ষ্যে নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, এ প্রতিষ্ঠানটি তরুনদের প্রশিক্ষন দিয়ে থাকে। এ লক্ষ্যে নানা ধরনের কর্মমুখী প্রশিক্ষন চলমান বলে জানান।এলাকার বেকার যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ২৭ জন যুব উদ্যোক্তার মাঝে ১০ লক্ষ টাকা ঋণ এবং যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
০১.১১,২৪
Leave a Reply