1. admin@nagorikexpress.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাগরিক এক্সপ্রেস এর আইডি কার্ড এর মেয়াদ সম্পূর্ণ কোন সাংবাদিক নেই . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.
শিরোনাম :
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে প্রান গেল দুই কলেজ শিক্ষার্থীর মেঘনা নদীর ডাকাতের হাতে ডাকাত খুন চাঁদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদন্ড বাগানবাড়িতে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদ কর্মসূচি। ভাঙ্গায় স্কাউট- গার্লইন গাইড – ইউনিট লিডারদের দীক্ষা ও সংবর্ধনা  দক্ষিন খানের দুই আওয়ামী লীগ নেতা উত্তরার জমির দখলকারী চাঁদাবাজ সন্ত্রাসী বংশাল থেকে গ্রেফতার যোগ্য কর্মীরা হারিয়ে যাচ্ছে, মূল্যায়ন বাড়ছে অনুপ্রবেশকারীদের : কাজী আহম্মদ আলী। ভারত থেকে ৬০ টাকা কেজিতে আসছে কাঁচামরিচ চাঁদপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত মহাখালী থেকে সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

খালার বাসা থেকে ডেকে নিয়ে হাতকড়া টেকনাফে বিদেশি অস্ত্রসহ যুবক আটক;পরিবারের দাবী ষড়যন্ত্র

  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

ওবাইদুর রহমান নয়ন,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং মুন্ডার ডেইল এলাকায় বিদেশী জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। আটক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং এলাকা থেকে জি-থ্রি রাইফেল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মো. শহিদ নামে এক যুবককে আটক করা হয়।

বিষয়টি নিয়ে কোস্টগার্ড ও আটক যুবকের পরিবার পৃথক পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করেন, লে. এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

সাংবাদ সম্মেলনে তিনি জানান, টেকনাফ সাবরাং এলাকার মো. শহিদ উল্লাহ  দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তীদেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের চিহ্নিত ডাকাত দলের কাছে সরবরাহ করে আসছিলো। খবর পেয়ে রাত দেড়টা থেকে ভোররাত পর্যন্ত টেকনাফ বিসিজি স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা মো. শহিদ উল্লাহর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

মাজিদ বলেন, অভিযানে রাত দেড়টার দিকে মো. শহিদের বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১টি জি-থ্রি রাইফেল, ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজাগুলি ও ১টি দেশীয় চাপাতি উদ্ধার করেন। এসময় মো. শহিদ উল্লাহ (৩৭) কে আটক করতে সক্ষম হয়।

অপরদিকে আটক মো. শহিদ উল্লাহকে খালার বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রমুলক ভাবে ফাঁসানোর দাবী করে একই দিন বিকাল আড়াইটায় আবু ছিদ্দিক মার্কেটে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে আটক যুবকের ছোট ভাই মো. রাকিব উল্লাহ অভিযোগ করে বলেন, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কিছু সদস্য অভিযানের নামে রাতে অস্ত্র ও গুলি দিয়ে আমার ভাই শহিদ উল্লাহকে ফাঁসিয়ে দিয়েছে। সে একজন তেল ও রেস্টুরেন্টে ব্যবসায়ী। পাশাপাশি সে মুন্ডার ডেইল ঘাটের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

তিনি বলেন, আটক শহিদ উল্লাহকে তাঁর ছোট খালার বাড়ি থেকে রাত ১০ টারদিকে মুঠোফোনে ডেকে আনে কোস্টগার্ড। এরপর কোন কিছু বুঝার আগেই ঘরে তল্লাশি চালায় তারা। ঘরে কিছু না পেয়ে পরে বাড়ী থেকে প্রায় ৮০-১০০ ফুট দূরে সুপারী বাগান থেকে বস্তায় মোড়ানো অস্ত্র নিয়ে আসে দুইজন কোস্টগার্ড সদস্য। ওই অস্ত্রের সাথে শহিদুল্লাহকেও আটক
আটক শহিদের স্ত্রী ই্য়াছমিন আক্তার সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় মাদক ও মানবপাচারকারী সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন প্রকাশ দানু, আবদুল আমিন প্রকাশ রুল্ল্যা মাঝি ও শাকের মাঝির ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার স্বামী।

ইয়াছমিন আরও বলেন, তাঁরা ষড়যন্ত্রপূর্বক সুপারী বাগানে তাদের পূর্বথেকে রেখে যাওয়া নিজেদের অস্ত্র দিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে। কোনক্রমে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচারের সাথে শহিদ জড়িত নয় বলে দাবী তাঁর।

 

ইয়াছমিন আক্তার এধরণের সাজানো, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অধিকতর তদন্তের মাধ্যমে শহিদকে অব্যহতি ও প্রকৃত দোষীদের শাস্তির দাবী করেন।

 

শনিবার বিকাল ৪ টার দিকে আটক মো. শহিদ উল্লাহ কে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করেছে টেকনাফ কোস্টগার্ড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর
Theme Customized By Shakil IT Park