সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় , বাড়িঘর ভাংচুর, আহত-৫
সোনারগাঁও প্রতিনিধিঃবাড়ি নির্মান করতে চাদাঁ না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপ জেলার ছোট কাজিরগাঁও গ্রামের একই পরিবারের পাচঁজনকে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। বুধবার (০২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামের
১০/১২ জনের একটি দল এলাকায় মাদক ব্যবসা, সাধারন মানুষের জোরপূর্বক জমি দখল ও চাদাঁবাজী করে
আসছে।
ওই বাহিনীর লোকজন গত ২৯ নভেম্বর চরশোভিগা গ্রামের শাহাজাদা মিয়ার নির্মানাধীন বাড়িতে চাদাঁ দাবি করে চাদাঁ দিতে অস্বীকার করায় শাহজাদা ও তার ভাতিজাকে পিটিয়ে আহত করা হয়। পরে শাহাজাদা বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করতে গেলে ছোট কাজিরগাঁও গ্রামের বাবুল মিয়া ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সত্যতা সাক্ষী দেন। এর জের ধরে বুধবার (০২ ডিসেম্বর) সকালে ছোট কাজিরগাঁও গ্রামের বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায় তারা। এ সময় বাবুল মিয়ার বাড়িঘর ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় বাবুল মিয়া তার স্ত্রী সাজেদা আক্তার, বড় ভাই সুরুজ মিয়া, ভাবী ইয়াসমিন আক্তার, ভাতিজী হাসিনা বেগমকে পিটিয়ে আহত করে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত বাবুল মিয়া জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক, চাদাঁবাজী সহ এলাকায় বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে। শাহাজাদা মিয়ার বাড়ি নির্মানে চাদাঁ দাবী করে আমি সত্য ঘটনার সাক্ষী দেওয়ায় আমার পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply