সাভারের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন ব্রাদারহুডের ৪র্থ বছরপূর্তি
আবিরুজ্জামান,ঢাকা জেলা উত্তর প্রতিনিধি
ব্রাদারহুড একটি সংগঠন যা তৈরি করার উদ্দেশ্য সুন্দর একটি সমাজ তৈরি করা এবং মানবতাবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেয়া।স্কুল জীবন থেকেই তারা একতায় বিশ্বাসী। ২০১৭ সালে অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়াকালীন জা.বি স্কুল ও কলেজের কিছু ছাত্ররা মিলে তৈরি করেন এই ব্রাদারহুড।ধীরে ধীরে বড় হতে থাকে তাদের সংগঠন।সংগঠনের বর্তমান সদস্য ১৩৫ জন। ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা সদস্য হলেন ২০ জন যাদের উদ্যোগে প্রতিটি কাজ সম্পন্ন হয়ে থাকে। ব্রাদারহুড ২০১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে রক ফেস্ট আয়োজন করে যেখানে স্থানীয় ১৮ টি ব্যান্ড অংশগ্রহণ করে।২০১৯ সালে ৭ দিনব্যাপী বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে সাভার এবং আশুলিয়ার ১৬ দল অংশগ্রহণ করে এবং এই টুর্নামেন্টের রানার্স আপ হয় ব্রাদারহুড ফুটবল ক্লাব। ব্রাদারহুডের সবচেয়ে বড় কাজ হলো ২০১৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাদারহুড এতিম তহবিল তৈরি করা।ব্রাদারহুড এতিম তহবিল হতে জা.বি সংগলগ্ন আমবাগান এলাকায় রাস্তা পলিথিন ও ময়লা পরিষ্কার প্রজেক্ট,ভালোবাসার দেয়াল তৈরি করা হয়েছে ৫ টি এলাকায় যেখান থেকে অনেক দরিদ্র মানুষের বস্ত্র চাহিদা পূরণ হয়েছে।এছাড়াও এতিম তহবিলের অর্থ দ্বারা বর্তমানে ৮ জন এতিম শিশু মাদ্রাসায় পড়াশোনা করানো হচ্ছে।বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও সংগঠনটি মাস্ক বিতরণ,জীবাণুনাশক স্প্রে,সামাজিক দূরত্ব নিশ্চিতে বৃত্ত তৈরি এবং ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
Leave a Reply