ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ।
ফেরদৌসী ইসলাম তিন্নী, গাজীপুর রিপোর্টার।
গাজীপুরের শ্রীপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর-মাওনা সড়কের মাওনা হাইওয়ে থানার প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলো উপজেলার রসূলপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আজহারুল ইসলাম (২৯), ইন্দ্রবপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার (২৮), ছেলে রিমন (৯), মোসাঈদ (৬), বরমী ইউনিয়নের সাতখামাইর (দুর্লভপুর) গ্রামের আমসুর আলীর ছেলে আমজাদ হোসেন (২৫), হাবিবুর রহমানের ছেলে লেগুনা চালক শাকিব হোসেন (১৮), মিয়া হোসেনের ছেলে চালকের সহকারী (হেলপার) রাকিব হোসেন (১৫), বহেরারচালা গ্রামের লিপি আক্তার (৩২), গোসিংগা গ্রামের আবুল হোসেনের ছেলে ইসলাম (১৮), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাতলা গ্রামের খোদা বক্সের ছেলে সাহেব আলী (২৮), লক্ষ্মীপুরের কমলগঞ্জ উপজেলার চরমাটি গ্রামের আব্দুর রশীদের স্ত্রী বিবি হাজেরা (৬০)। স্থানীয়রা তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
Leave a Reply