আব্দুল্লাহ আল মামুন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:মুজিববর্ষের অঙ্গীকার – কৃষি হবে দূর্বার” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে পেঁয়াজ ও বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে । ২ ডিসেম্বর ২০২০ বুধবার স্থানীয় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর উপজেলা ত্রান ও পূনর্বাসন কমর্কর্তা অমিতাভ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুপালী খাতুন প্রমূখ।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, জন প্রতি ৭.৫০ গ্রাম পেঁয়াজ বীজ ও ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে এবং ২ কেজি করে বোরোধানের বীজ বিতরণ করা হবে।
Leave a Reply