নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌর শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) বিকালে আড়াইহাজারের গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় ৫১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করেন সাংসদ নজরুল ইসলাম বাবু।
উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহাদি হাসান রিফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিবের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী বেনজীর আহমেদ, আলহাজ্ব মনির হোসেন সিকদার, বন ও পরিবেশ সম্পাদক শামছুল হক মোল্লা, গোপালদী পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, সাধারন সম্পাদক জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদার, আড়াইহাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, সদস্য শ্রী শান্তি ভুষণ সাহা, গোপালদী পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ আপন ও সাধারণ সম্পাদক সুজয় সাহা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply