মিঠামইনে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেইন শুভাগমন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
মিঠামইন উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক
এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসেইন( বিবিপি,ওএসপি,বিএসপি,জিইউপি,এনডিসি,জিডি(পি))
শুভাগমন উপলক্ষে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। অনুষ্ঠানে কামালপুর শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করেন।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে অধ্যক্ষ আবদুল হক নূরু, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রভাশু সোম মহান, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে সহকারী অধ্যক্ষ ফারুক আহমেদ প্রমুখ।
পরে অতিথিদের মাঝে উপহার স্বরূপ “বঙ্গবন্ধুর আত্মজীবনী ” বই প্রদান করা হয়।
Leave a Reply