বাবার স্বপ্ন, তাই মাগুরার ছেলে এইচ এম জুয়েলের ও স্বপ্ন ছিল তিনি ইন্জিনিয়ার হবেন। পরীক্ষা দিলেন সবখানে কিন্তু, দেশের কোনো কলেজে পড়ার সুযোগ পাননি। তবে তাতে দমে যাননি জুয়েল। পরিবারের সহায়তায় চীনে গিয়ে পূরণ করেন ইন্জিনিয়ার হওয়ার স্বপ্ন। সেই থেকে হাজারো শিক্ষার্থীর বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের সারথি জুয়েল। ২০১৬ সালে (ইন্জিনিয়ারিং) পড়তে পাড়ি জমিয়েছিলেন চীনের চংচিং প্রভেন্সির চংচিং জিয়াওথং ইউনিভার্সিটিতে। চীনের এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পড়াশোনার পাশাপাশি ‘Study Express -“Show Your Skills” স্লোগানে ২০১৭ সালে খুলেন Study Express। যার মাধ্যমে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পড়াশোনা, টিউশন ফি ব্যবস্থাপনা এবং পড়াশোনার পাশাপাশি কাজ সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করে তার কন্সালটেন্সি ফার্ম। প্রতিষ্ঠানটি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ও স্কলারশীপ নিয়ে কাজ করে থাকে ৷ এছাড়া ভিসা, ইমিগ্রেশন এবং ট্যুরের ব্যবস্থা, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল লোনের ব্যবস্থা এবং টিকেটিং সহযোগিতা করে ৷ ঢাকার নয়া পল্টনে Study Express-এর অফিস নিয়ে ৫ থেকে ৬ জনের কর্মসংস্থানও করেছেন জুয়েল। গত কয়েক বছরে চীন ছাড়াও মালয়েশিয়া, ভারত, রাশিয়াসহ ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে পাঁচ’শ শিক্ষার্থীকে সহযোগিতা করেছেন জুয়েলের এই প্রতিষ্ঠান।
Leave a Reply