জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষেতের ফসল নষ্টের ঘটনায় থানায় অভিযোগের জের ধরে ফেসবুকে মান হানিকর অপপ্রচার চালানোর প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের ভূক্তভোগি ক্ষতিগ্রস্থ কৃষক মৃত কফিল উদ্দিনের পুত্র ফেরদৌস আলম। গত ২ ডিসেম্বর থানায় করা অভিযোগ ও ফেরদৌস আলমের ভাষ্যে জানা যায়, হরেন্দা গ্রামের ধাপপাড়া পশ্চিম মাঠে জমি ক্রয়ের উদ্দেশ্যে তার বায়নাকৃত ১ একর ৪ শতক জমিতে আলু ও সরিয়া রোপাণ করেন। ২৮ সভেম্বর তার সদ্য রোপণকৃত উক্ত জমিতে একই এলাকার আব্দুস সবুরের পুত্র সাহানুর ইসলাম সানু (৩০), জোর পূর্বক পাওয়ার ট্রিলার দ্বারা চাষ করে সব নষ্ট করে ফেলে। এতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ফেরদৌস আলম জানায়। এ ব্যাপারে ফেরদৌস আলম থানায় অভিযোগ করলে তারই জের ধরে গত ২ ডিসেম্বর সাইফুল ইসলাম নামের আইডি থেকে তার বিরুদ্ধে মান হানিকর, অসম্মানজনক ও সৌজন্য জনক মিথ্যা তথ্য অপ প্রচার চালানো হচ্ছে। যাতে করে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা সমাজে মারাত্মক ভাবে হেয় ও অসম্মান বোধ করছেন। বিষয়টি তথ্য প্রযুক্তির অপ ব্যবহার হিসেবে গণ্য করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেরদৌস সাহানুর ইসলাম সানু, নয়ন ও সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ব্যাপারে সাইফুল ইসলামের ফেসবুক প্রোফাইল দেখতে গেলে তার আইডি লক পাওয়া যায়। এই মান হানিকর অপপ্রচারের বিষয়ে শাহিনুরের সঙ্গে কথ বলতে তার ব্যবহৃত ০১৭২১-০২০৯৪৬ নম্বরে বারবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply