জাবির ১৩ শিক্ষার্থী আটক করেছে পুলিশ, আন্দোলন ছত্রভঙ্গ।
খাদেমুল ইসলাম সরকার: শাহবাগে আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে ইন্ধনধাতা বা দুষ্কৃতকারী সন্দেহে আটক করেছে পুলিশ।
২২ শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী তাঁর দেয়া অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলবে ২৪শে মে ২০২১ ইং।
কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা ও মার্স্টার সেশনের দুটি পরীক্ষা বাকি থেকে যায়। উক্ত পরীক্ষা গুলো রুটিন অনুযায়ী ২৩ ও ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর নির্দেশে স্থগিত হয়ে যায়।
চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিল ও চলমান পরীক্ষা বহালের দাবীতে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে।
এক পর্যায়ে ইন্ধনকারী বা দুষ্কৃতকারী সন্দেহে ১৩ জন শিক্ষার্থী আটক করেছে পুলিশ।
আটককৃত শিক্ষার্থীদের পরিচয় জেনে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।
একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পুনঃরায় ২৪ শে মে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহ বন্ধ থাকবে বলে জানায় শিক্ষামন্ত্রনালয়।
Leave a Reply