অছিম পরিবহন ও আকাশ পরিবহন ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় মারা যায় একজন আহত অনেক
বিশেষ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই এছাড়াও জানা যায় একজন এর মতো নিহত
উক্ত গাড়িতে প্রত্যক্ষ ভাবে সব কিছু দেখেছেন একজন যাত্রী তারেক তিনিও সামান্য আহত হয়েছেন তিনি জানান
এর জন্য দাই করবো পরিবহন মালিক সমিতি কে
কারণ তারা বেপরোয়া গাড়ি চালক দেয় কোনো আইনি পদ্ধতি নেয় না
তার পর দাই করতে চাই প্রশাসনকে
যে সকল বেপরোয়া গাড়ি চালক আছে তাদের সকল এর লাইসেন্স বাতিল করা হোক।
তিনি আরো জানান আজকে যেই লোক গুলো আহত হয়েছে তাদের দায়ভার কে নিবে এবং প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের দুর্ঘটনা বলে জানান তারেক পাটোয়ারীর এবং তিনি আরো জানান অকালেই ঝরে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রাণ।
পরে আকাশ পরিবহন কি দ্রুত ঘটনাস্থল থেকে চালিয়ে পালিয়ে যায় বলে তারেক পাটোয়ারীর জানান আমাদেরকে
তাই খুব দ্রুত সময়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ জনগণ।ড্রাইভাররা যাত্রী ওঠা নামার জন্য বেপরোয়া হয়ে ওঠেন বলে জানান অনেক সময় দেখা যায় যাত্রী ওঠানোর সময় যতটা তাড়াহুড়া করেন যাতে নামানোর সময় তার থেকেও বেশি তাড়াহুড়া করেন এবং যাত্রীদেরকে মাঝপথে নামিয়ে দেন।
এছাড়াও উত্তরা এরিয়া রাইদা পরিবহন ভিক্টোরিয়া পরিবহন ও আকাশ পরিবহন তারা প্রতিনিয়ত এই যাত্রী ওঠা নামার জন্য প্রতিযোগিতায় লেগে থাকে কার আগে কে যাবে তুরাগ হচ্ছে তাদের মধ্যে অন্যতম বলে জানা যায় সাধারণ যাত্রীদের কাছ থেকে তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ
Leave a Reply